বিধবা বিবাহ-
🍁🍁ইয়ং নারী পতি লোকং বৃণানা নিপদ্যত উপত্ব্য মর্ন্ত্য প্রেতম্।
ধর্মং পুরাণমনু পালয়ন্তী তস্ম্যৈ প্রজাং দ্রবিণং চেহ ধেহি।। 🍁🍁
(অথর্ব্ববেদ ১৮/৩১)
পদার্থঃ (মর্ত্য) হে মনুষ্য! (ইয়ং নারী) এই স্ত্রী (পতিলোকম্) পতি লোককে অর্থাৎ বৈবাহিক অবস্থাকে (বৃণানা)কামনা করিয়া (প্রেতম্) মৃত পতির (অনু) পরে (উপ ত্বা) তোমার নিকট (নিপদ্যতে) আসিতেছে (পুরাণম্) সনাতন (ধর্ম্মম্) ধর্ম্মকে (পালয়ন্তী) পালন করিয়া (তস্য) তাহার জন্য (ইহ) এই লোকে (প্রজাম্) সন্তানকে (দ্রবিণং চ) এবং ধনকে (ধেহি) ধারণ করাও।
বঙ্গানুবাদঃ হে মনুষ্য! এই স্ত্রী পুনর্বিবাহের আকাঙ্ক্ষা করিয়া মৃত পতির পরে তোমার নিকট আসিয়াছে। সে সনাতন ধর্মের পালয়িত্রী। তাহার জন্য ইহলোকে সন্তান ও ধন দান কর।
ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ