What is God ❓

  


                                        ঈশ্বর কি ❓

ঈশ্বরের বিভিন্ন ধরনের সংজ্ঞা হতে পারে। (ঈশ্বর) অসীম এবং শরীরবৃত্তিয় চেতনা জগতের বাইরে হওয়ার কারনে, ঈশ্বর শব্দের অর্থ কয়েকটি শব্দ বা বাক্যে প্রকাশ করাটা কঠিন।

তুলনামূলক উপযুক্ত সংজ্ঞাগুলো নিম্নরূপ হতে পারেঃ

ঈশ্বর সচ্চিদানন্দ- অস্তিত্বমান, বুদ্ধিমান ও আনন্দময়।

ঈশ্বর নিরাকার

ঈশ্বর সর্বশক্তিমান

তিনি সর্বজ্ঞ

তিনি ন্যায়কারী

তিনি দয়ালু

তিনি জন্মহীন বা অজন্ম

তিনি অনন্ত

তিনি নির্বিকার

তিনি অনাদি

তিনি অনুপম

তিনি সর্বধর - সকল কিছুর ধারনকারী

তিনি সর্বেশ্বর

তিনি সর্বব্যাপক

তিনি সর্বঅন্তর্যামী

তিনি অজর

তিনি অমর

তিনি অভয়

তিনি নিত্য

তিনি পবিত্র

তিনি সৃষ্টিকর্তা

কিন্তু পরের অংশে। যা দিয়ে শুরু করলাম তাতে এটা বোঝার জন্য যথেষ্ট যে ঈশ্বর জগতের (অভ্যন্তরিন ও বাইরের সকল দিকের) পরিচালক।

এটা জীবন ও জগতের মূল্যায়নের একটা সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমের সংকেত হতে পারে। এবং একদিন আমরা বিশ্লেষন প্রক্রিয়া শুরু করতে সক্ষম হব, ঈশ্বরের বাকী বিশেষন আপনাআপনিই পরিষ্কার হবে।

চল দেখাই ঋগ্বেদ   এই পরম সত্তা সম্পর্কে কি বলেঃ

                                ঋগবেদ ১/১৬৪/৩০

সেই এক পরম সত্তা যিনি স্বার্থহীন, এই পুরো বিশ্বকে নিয়ন্ত্রন করেন, তিনি সর্বত্র বিদ্যমান এবং দেবগনেরও দেবতা, একমাত্র তিনিই আনন্দের উৎস। যারা তাকে অনুধাবন করে না দুঃখে নিমজ্জিত হয় এবং যারা তাকে অনুধাবন করে তারা শর্তহীন আনন্দ অনুধাবন করে।

                              তথ্যসূত্রঃ বৈদিক প্রশ্নোত্তর 

                               ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন