🔸সনাতন ধর্মে আত্মহত্যা নিয়ে কি আছে ❓

🔸সনাতন ধর্মে আত্মহত্যা নিয়ে কি আছে ❓

▪️সনাতন ধর্মে আত্মহত্যা মহাপাপ। 
🔸অহিংসা পরম ধর্ম। আত্মহত্যা সর্বোচ্ছ হিংসা। সুতরাং এটি অধর্ম। সেজন্য আত্মহত্যা মহাপাপ।

▪️যজুর্বেদে আত্মহত্যা নিয়ে বলা হয়েছেঃ-

                                                                  🪔যারা আত্নহত্যা করে, তারা মৃত্যুর পর অধোগতি প্রাপ্ত হয়।🪔

🔸(যজুর্বেদ-৪০/৩)🔸

▪গীতায় আত্মহত্যা নিয়ে বলা হয়েছেঃ-

                                                🪔  সমং পশ্যন্ হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম্। 
                                         ন হিনস্ত্যাত্মনাত্মানং ততো যাতি পরাং গতিম্।।🪔
🔸(গীতা১৩।২৯)🔸

                           🪔যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে (ঈশ্বরকে) অনুভব করে 
                       নিজের দ্বারা নিজেকে হিংসা (হত্যা) করেন না তিনি পরমগতি তথা মুক্তি লাভ করেন।"🪔

🌱সনাতন ধর্ম অনুযায়ী এটা মহাপাপ। তাই সব রকম খারাপ পরিস্থিতিতেই আমাদের উচিৎ আত্মহত্যার পথ পরিত্যাগ করা। 🌱

▪️সকলের জীবন হোক সুন্দর শান্তিময় আনন্দময়।🌱

▪️বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সকলে প্রতিরোধ গড়ে তুলি। 

প্রচারেঃ VEDA 
ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন