বেদকে কেন "ত্রয়ী" বলা হয় ❓

🙏নমস্কার🙏 

📖✍️বেদ মানবজাতির সংবিধান স্বরূপ। এ গ্রন্থ অপৌরুষেয় এবং এর বাণী ঐশ্বরিক। বেদ নিয়ে বিভিন্ন সংশয় রয়েছে লোকসমাজে। তারমধ্যে অন্যতম বেদকে কেন ত্রয়ী বলা হয় ⁉️ তাহলে বেদ কি তিনভাগে বিভক্ত? আজকে এ সংশয় নিবারণ এর প্রচেষ্টা করব। 

বেদ প্রধানত চারভাগে বিভক্ত। ১. ঋগ্বেদ ২. যজুর্বেদ ৩. সামবেদ ৪.অথর্ববেদ। 

📖✍️পবিত্র বেদ যে চারভাগে বিভক্ত তা বিভিন্ন মন্ত্রের উল্লেখ রয়েছে। সনাতন ধর্মের সংবিধান পবিত্র বেদ।বেদ ঈশ্বর প্রদত্ত জ্ঞান। মানবজীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা পালনীয় বিষয় আছে তা বেদে বর্ণিত হয়েছে। ধর্ম সম্পর্কে জানতে হলে পবিত্র  বেদের আশ্রয় নিতে হবে।

"তস্মাদ্ যজ্ঞাৎ সবর্বহুত ঋচঃ সামানি জজ্ঞিরে।
ছন্দাংসি জজ্ঞিরে তস্মাদ্যজুস্তস্মাদজায়ত"।। 
(ঋগ্বেদ - ১০/৯০/৯, যজুর্বেদ-৩১/৭, অথর্ববেদ-১৯/৬/১৩)📖🌿

পদার্থঃ- (তস্মাৎ সর্বহুতঃ যজ্ঞাৎ) সেই সর্বহুত সঙ্গমনীয় পরমাত্মা হইতে (ঋচঃ সামানি জজ্ঞিরে) ঋগ্বেদের মন্ত্র, সামবেদের মন্ত্র উৎপন্ন হয়েছে (তস্মাৎ ছন্দাংসি জজ্ঞিরে) তাঁহার হইতে অথর্বেদের মন্ত্র উৎপন্ন হয়েছে (তস্মাৎ যজু অজায়ত) সেই পরমাত্মা হইতেই যজুর্বেদ উৎপন্ন হয়েছে।

ভাবার্থঃ- পরমাত্মা - ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ উৎপন্ন করেছেন।

⁉️সংশয় নিবারণ: যদি বেদ চারভাগে সৃষ্টির সময় থেকে হয়ে থাকে তাহলে বেদত্রয়ী অর্থ কি? 

পবিত্র বেদ রয়েছে মন্ত্র। এই মন্ত্রগুলো তিন প্রকার হয়ে থাকে। যথা -

📖পদ্যরূপী মন্ত্র📖
📖গীতরূপী মন্ত্র📖
📖গদ্যরূপী মন্ত্র📖

📖✍️এই তিনপ্রকার মন্ত্রের আলাদা নাম রয়েছে। 
পদ্যরূপী মন্ত্রকে বলা হয় ঋক্‌ মন্ত্র, যে মন্ত্রকে গান করা হয় সেই গীতরূপী মন্ত্রকে বলা হয় সাম মন্ত্র, পদ্য ও গীতরুপী মন্ত্র বহির্ভূত যেসকল গদ্যময়ী মন্ত্র রয়েছে সেগুলোকে বলা হয় যজু মন্ত্র। চার বেদ এ এই তিন প্রকার মন্ত্র রয়েছে।

🌼ঋগ্বেদ - এখানে পদ্যরূপী ঋক্‌ মন্ত্র রয়েছে। সেজন এর নাম ঋগ্বেদ।
🌼সামবেদ - এখানে যেসকল মন্ত্রগুলো রয়েছে তা দেখতে পদ্যের আকারে বা ঋক মন্ত্রের আকারে। কিন্তু এগুলো ঋক্‌ মন্ত্রের মতো আবৃত্তি না করে গান করা হয়। তাই এদের বলা সাম মন্ত্র। ফলে এই বেদের নাম সামবেদ।
🌼 যজুর্বেদ - এ বেদ এ গদ্য ও পদ্য উভয় মন্ত্র পাওয়া গেলেও গদ্যময়ী অর্থাৎ যজু মন্ত্রের প্রাধান্যই এখানে বেশি। তাই এই বেদের নাম যজুর্বেদ।
🌼 অথর্ববেদ - এই বেদ এ পদ্য এবং গদ্য উভয় প্রকার মন্ত্র রয়েছে। কিন্তু পদ্যরূপী ঋক্‌ মন্ত্র বেশি। যেহেতু ঋক্‌ ও যজু মন্ত্র সম্বলিত পৃথক বেদের নাম ইতোমধ্যেই করা হয়ে গিয়েছে তাই এই বেদের নামকরণ মন্ত্রের আঙ্গিকে না করে এই বেদ এর আলোচ্য বিষয়ের আঙ্গিকে করা হয়েছে। এই বেদের বিখ্যাত কিছু সূক্ত যেমন জ্যেষ্ঠ্য ব্রহ্ম সূক্ত, কেন সূক্ত, স্কম্ভ সূক্ত ইত্যাদিতে অথর্ব অর্থাৎ নিশ্চল সর্বব্যাপী ব্রহ্ম প্রতিপাদিত হওয়ায় এর নাম হয়েছে অথর্ববেদ। তাই এই বেদের অপরনাম ব্রহ্মবেদ। 

📖✍️উক্ত তথ্য বিশ্লেষণ থেকে উপলব্ধি হয় যে বেদ সৃষ্টি সূচনালগ্ন থেকে চার ভাগে বিভক্ত। অনেক এ মনে করে থাকেন বেদ তিনটি ছিল। অথর্ববেদ পরবর্তী সময়ে রচিত এজন্য এর নাম ত্রয়ী। কিন্তু ত্রয়ী কথার অর্থ এবং এর বিশ্লেষণ থেকে বোঝা যায় ত্রয়ী অর্থাৎ বেদ এর মন্ত্রের প্রকারকে বলা হয়। 

🌿🌼--------ওঁ শান্তি শান্তি শান্তি -------🌼🌿

প্রচারে: VEDA

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓