।। বেদ কেন প্রধান ধর্মগ্রন্থ ❓||কলিযুগে অপৌরুষেয় পবিত্র বেদ মাহাত্ম্য৷

🌿নমস্কার সকল অমৃতের সন্তানদের কে।🙏 ▪️ঈশ্বরের কৃপায় আশাকরি সবাই ভালো আছেন।আজকের আলোচ্য বিষয় " বেদ কেন প্রধান ধর্মগ্রন্থ "। আজকে আমরা জানবো বিভিন্ন শাস্ত্রে পবিত্র বেদ নিয়ে কি বলা হয়েছে।♥ 🔷 সনাতনধর্মের মূল বা প্রধাণ ধর্মগ্রন্থ কি তা আমাদের প্রাচীন মুনি-ঋষিরা স্পষ্টত উল্লেখ করে গিয়েছেন। প্রথমেই দেখবো মনুসংহিতায় বেদ নিয়ে কি বলা হয়েছে। 🚩 "বেদোহখিলো ধর্মমূলম্।" (মনু০ ২।৬) অর্থাৎ বেদই সমস্ত ধর্মের মূল। . 🚩" ধর্ম জিজ্ঞাসমানানাং প্রমাণং পরমং শ্রুতিঃ।।" ----(মনু০ ২।১৩ )---- অর্থাৎ যে ধর্মের বিষয়ে জ্ঞান প্রাপ্ত করতে চায় তাহার জন্য বেদই মূখ্য প্রমাণ। 🚩 বিভর্তি সর্বভূতানি বেদশাস্ত্রং সনাতনম্। তস্মদেতৎপরং মন্যে যজ্ঞন্তোরস্য সাধনম্।। (মনু০ ১২।৯৯) অর্থাৎ সনাতন বেদশাস্ত্র সম্পূর্ণ জীবের সর্বদা ধারণ তথা পোষণ করেন এইজন্য ইহা প্রাণীবর্গের পরম সাধন। 🔶এবার দেখে নেব অত্রি সংহিতায় বেদ নিয়ে কি বলা হয়েছে। ⚜️সন্তানের জন্য মায়ের চেয়ে বড় যেমন কোন শিক্ষক নেই তেমনি কোন ব্যাক্তির জন্য বেদের চেয়ে শ্রেষ্ঠ অার কোন গ্রন্থ নাই। ---(অত্রি সংহিতা ১৫১)-- 💠 শ্রুতি=বেদ এবং স্ম...