"প্রতিবন্ধী বা দিব্যাঙ্গের প্রতি প্রেমভাব "
📜 প্রতিবন্ধী বা দিব্যাঙ্গের প্রতি প্রেমভাব 📜 🙏🚩নমস্কার সকল অমৃতের সন্তানগণ। ➡️ এ জগৎে সকলে অমৃতের সন্তান। কেউ ছোট বড় নয় বরং সকলে সমান, ইহা পবিত্র বেদ এর উপদেশ। "শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ" - ঋগ্বেদ ১০/১৩/১ অর্থাৎ, শোন হে বিশ্ববাসী, তোমরা সকলে অমৃতের সন্তান। ➡️ মনুষ্য জন্ম মাত্রই সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠে না বরং কিছু মানুষ রয়েছে যারা কিছু ক্ষেত্রে শারীরিক কিংবা মানসিকভাবে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। একসময় বিভিন্ন সমস্যা অনুসারে অন্ধ, লেংড়া, কানা, খোড়া বলে অভিহিত করা তো। কিন্তু বর্তমানে এ অমানবিক নিষ্ঠুর শব্দগুলো প্রয়োগ করা হয় না। বর্তমানে কেউ শারীরিকভাবে অক্ষম হলে, তবে তার শারীরিক অক্ষমতাকে নির্দেশ করে তাকে প্রতিবন্ধী বলা হয়। যদি কেউ চোখে দেখতে না পায়, তবে তাকে পূর্বের মত অন্ধ না বলে বর্তমানে 'দৃষ্টিপ্রতিবন্ধী' নামে অবিহিত করা হয়। এমনিভাবে যদি কেউ অস্বাভাবিক আচরণ করে, তবে পূর্বের মত উন্মাদ, পাগল ইত্যাদি নামে অবিহিত না করে তাকে 'বুদ্ধিপ্রতিবন্ধী' বলা হয়। তবে সংস্কৃত অভিধানে এরুপ প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যাক্তিদের দিব্যাঙ্গ বলা হয়। ...