আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত ❓


▫️আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত ❓

বাংলায় একটি প্রবাদ বাক্য রয়েছে। 

▫️ব্যবহারে বংশের পরিচয়। 

▪️ব্যবহার এবং পারষ্পরিক প্রীতি নিয়ে বেদে বলা হয়েছে:- 

🌸মধুমন্মে নিক্রমণং মধুমন্মে পরায়ণম্। বাচা বদামি মধুমঞ্জুয়াসং মধুসংদৃশঃ ॥🌸

✅অথর্ব০ ১।৩৪।৩

✍️আমার আসা যাওয়া মধুর হোক, আমার কথায় মধুরতা হোক, আমি মধুর ন্যায় মিষ্টি যেন হই।

🌸জিহ্বায়া অগ্রে মধু মে জিহ্বামূলে মধূলকম্। মমেদহ ক্রতাবসো মম চিত্তমুপায়সি ॥🌸

✅ অথর্ব০ ১।৩৪।২

✍️আমার জিহ্বার অগ্রভাগ মধুময় হোক আর জিহ্বার মূলে মধুরতা হোক। আমার কাজে এবং আমার মনেও মাধুর্যতার বাস হোক।

🌸যদ্বদামি মধুমত্তদ্বদামি যদীক্ষে তদ্বনন্তি মা। ত্বিষীমানস্মি জুতিমানবান্যান্হন্মি দোধতঃ ॥🌸

✅ অথর্ব০ ১২।১৯।৫৮

✍️যার সাথে কথা বলি মিষ্টি কথা বলি, যার দিকে তাকাই সে আমাকে স্নেহ করতে শুরু করে। একদিকে আমার এই মিষ্টি রূপ রয়েছে, কিন্তু একই সাথে আমি এত তেজস্বী এবং বেগবান যে আমি স্বীয় ক্রোধ প্রদর্শন করে দুষ্টদের বচন দ্বারাই ধূলিস্যাৎ করি

✅ তাই আমরা সর্বদা ব্যবহারে [ কথায় ] মধুরতা বজায় রাখি।  

▪️উত্তম ব্যবহারে তৈরি হবে, উত্তম সমাজ, উত্তম জাতি,উত্তম দেশ।  

প্রচারে:- VEDA 

#veda

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন