শ্রীরাম ও রাবণের মধ্যে পার্থক্য কেমন ❓


▪️শ্রীরাম ও রাবণের মধ্যে পার্থক্য কেমন ❓

📜 মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম সমগ্র আর্যাবর্তের আর্যশ্রেষ্ঠ। ধর্মাচরণে তিনি যেমন ছিলেন অদ্বিতীয়, তেমনি বীরত্বে তিনি ছিলেন অদমনীয়। তিনি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে থাকতেন। কোনো কিছু লাভ বা যুদ্ধ জয়ে অধর্মের আশ্রয় নিতেন না। কিন্তু বর্তমান সময়ে কিছু অজ্ঞানী রাবণকে শ্রীরামের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ এর প্রয়াস করে। কিন্তু তাদের এইরুপ দাবির যৌক্তিকতা রয়েছে কি ⁉️

মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম: 

মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এর চরিত্র সম্পর্কে বাল্মিকী রামায়ণে বলা হয়েছে 

"আনৃশংস্যম্ অনুক্রোশ: শ্রুতম্ শীলম্ দমঃ শমঃ | রাঘভম্ শোভ্যন্তি এতে ষড়্ গুণাঃ পুরুষ উত্তমম্।।" - বাল্মিকী রামায়ণ, অযোধ্যাকাণ্ড ৩৩/১২

অর্থাৎ, অহিংস স্বভাব, সমবেদনা, পাণ্ডিত্য, উত্তম আচরণ, আত্মনিয়ন্ত্রণ, প্রশান্তি- এই ছয়টি গুণ রামচন্দ্রের চরিত্রকে সজ্জিত করেছে, তাই তিনি পুরুষোত্তম।

রাবণ: বাল্মিকী রামায়ণে দুরাচারী রাবণ সম্পর্কে বলা হয়েছে, 

"প্রাপ্তযজ্ঞহরং দুষ্টং ব্রহ্মঘ্নং ক্ররকারিণম্। কর্কশ নিরনুক্রোশং প্রজানামহিতে রতম্"।
- বাল্মিকী রামায়ণ অরণ্যকান্ড ৩১/২০

অর্থাৎ,  রাবণ ছিলেন যজ্ঞসমাপ্তিকালে সেই যজ্ঞ নষ্টকারী, দুষ্ট, ব্রাহ্মণহন্তা, নিষ্ঠুরকর্মা, রুক্ষ, নির্দয় প্রজাদের অহিতকারী।

শ্রীরাম ও রাবণের মধ্যে পার্থক্য: মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এর সাথে রাবণের তুলনা কখনো সম্ভব নয়। সেজন্য বাল্মিকী রামায়ণে বলা হয়েছে, 

"যদন্তরং কাঞ্চনসীসলোহয়োর্যদন্তরং চন্দনবারিপঙ্কয়োঃ।
যদন্তরং হস্তিবিডালয়োর্বনে তদন্তরং দাশরথেস্তবৈব চ॥" - বাল্মীকি রামায়ণ ৩.৪৭.৪৬

অর্থাৎ, সোনার সাথে সীসার, চন্দন জলের সাথে কাদার, হাতির সাথে বিড়ালের যে পার্থক্য  তেমন পার্থক্য শ্রীরাম ও রাবণের মধ্যে ।

প্রচারে : VEDA 

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন