অযোধ্যা নগরী পর্ব :- ৫


রামায়ণ ⚡

▪️অযোধ্যা নগরী পর্ব :- ৫

অযোধ্যা নগরী পর্ব - ৫

যোধানমগ্নিকল্পানাং পেশলানামমর্ষিণাম্। সম্পূর্ণা কৃতবিদ্যানাং গুহা কেশরিণামিব।
- (বাল্মীকি রামায়ণ, আদিকান্ড, সর্গ ৬, শ্লোক ২১)

- গুহা যেমন তেজস্বী বীর সিংহের দ্বারা পরিপূর্ণ থাকে, অযোধ্যাপুরীও তদ্রুপ অগ্নির ন্যায় তেজস্বী, অস্ত্রশস্ত্র ব্যবহারে দক্ষ এবং অপমান-অসহনশীল যোদ্ধাদের দ্বারা পরিপূর্ণ ছিল। 

কম্বোজবিষয়ে জাতৈর্বাহ্লীকৈশ্চ হয়োত্তমৈঃ‌। বনায়ুজৈর্নদীজৈশ্চ পূর্ণা হরিহয়োত্তমৈঃ।।
বিন্ধ্যপর্বতজৈর্মত্তৈঃ পূর্ণা হৈমবতৈরপি। মদান্বিতৈরতিবলৈর্মাতঙ্গৈঃ পর্বতাপমৈঃ।। -
(বাল্মীকি রামায়ণ, আদিকান্ড, সর্গ ৬, শ্লোক ২২.২৩)

- ইন্দ্রের অশ্ব উচ্চৈঃশ্রবার তুল্য কাম্বোজ, বাহ্লীক, বনায়ু এবং সিন্ধুনদতীরবর্তী দেশ সমূহে জাত অশ্বে সেই অযোধ্যাপুরী পূর্ণ ছিল। বিন্ধ্যাচল এবং হিমালয়জাত পর্বতাকার মদমত্ত অতিশক্তিশালী মাতঙ্গ (হস্তী) দ্বারা সেই অযোধ্যানগরী পূর্ণ ছিল। 

শশাস শমিতামিত্রো নক্ষত্রাণীব চন্দ্রমাঃ - চন্দ্র যেমন নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করে

 (ভারতীয় জ্যোতির্বিজ্ঞান অনুসারে নক্ষত্র হলো চন্দ্রপথের ২৮ ভাগের প্রতিটির নাম যেগুলো চন্দ্রনিবাস নামে পরিচিত। সূর্যের গতিপথকে যেমন ১২ ভাগে ভাগ করে প্রতি ভাগের নাম রাখা হয়েছে রাশি তেমনি চন্দ্রপথকে ২৮ ভাগে ভাগ করে প্রতি ভাগের নাম রাখা হয়েছে নক্ষত্র)

ত্বাং পুরীং স মহাতেজা রাজা দশরথো মহান্ - ৬.২৭

- তদ্রুপ মহাতেজস্বী শত্রুজয়ী মহারাজ দশরথ সেই অযোধ্যাপুরীকে পালন করতেন। 

🖋️ अन्तु आर्य 

Run With Veda
প্রচারে: VEDA 
#veda #ramayana

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

🔸সনাতন ধর্ম ও নারী 💐

সনাতন ধর্মে কি গোমূত্র পানের উল্লেখ রয়েছে ⁉️

▪️একাদশী" কি শাস্ত্র সম্মত ❓