▪️ বেদ ও বিজ্ঞান পর্ব :- ৩ ["বৈদিক রসায়ন বিজ্ঞান"]
▪️ বেদ ও বিজ্ঞান পর্ব :- ৩ "বৈদিক রসায়ন বিজ্ঞান" ➡️ নমস্কার! সনাতনধর্ম শাস্ত্র শুধু নীতি কিংবা জীবন নির্দেশক গ্রন্থই নয় বরং বিজ্ঞান, রাজনীতিসহ বহুবিধ জ্ঞানের এক সমুদ্র। বেদ সেই সকল ধর্মশাস্ত্রসমূহের মূল স্তম্ভ। জ্ঞানের বিবিধ আলোচনার এক হিমালয় প্রতিম সম্ভার বেদ। অমৃত জ্ঞানের সম্ভার বেদ এর মধ্যে বহু বৈজ্ঞানিক তত্ত্ব বিদ্যমান। বেদ এর মধ্যে তেমনি একটি বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে আজকের আলোচনা। ➡️ বৈদিক রসায়ন বিজ্ঞান বেদে রসায়ন বিজ্ঞানের সংবদ্ধ অনেক মহত্ত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। এর মধ্যে জলের উৎপত্তি, জলের মহত্ত্ব, জলের গুণ, জলের ভেদ, জল থেকে সৃষ্টি আদির বর্ননা পাওয়া যায়। জলের উৎপত্তি বিষয়ে বেদে উল্লেখিত বৈজ্ঞানিক তত্ত্ব- 💧জলের উৎপত্তিঃ- অথর্ববেদে বলা হয়েছে যে জলে অগ্নি (Hydrogen) এবং সোম (Oxygen) এই দুইই বিদ্যমান রয়েছে। এস্থলে এটা ধ্যান রাখা উচিত যে, বেদে Oxygen এর জন্য - সোম, মিত্র, বৈশ্বানর এবং মাতরিশ্বা আদি শব্দের প্রয়োগ হয়েছে। Hydrogen এর জন্য অগ্নি,জল, আপঃ, সলিল, বরুণ আদি শব্দের প্রয়োগ হয়েছে। অথর্ববেদের একটি মন্ত্রে বলা হয়েছে যে, জলে মাতর...