পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ধর্মের সঠিক উত্তরদাতা"

ছবি
"আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ধর্মের সঠিক উত্তরদাতা"  "Artificial intelligence" বা এআই বর্তমান সময়ের আধুনিক সমাজব্যবস্থা ও টেকনোলজির যুগের অন্যতম প্রধান সঙ্গী। সোশ্যাল মিডিয়া বা নিরাপত্তা ব্যবস্থা কিংবা এডুকেশন সেক্টর প্রতিটি ক্ষেত্রে এআই এর দৃপ্ত পদচারণা। ফলস্বরূপ, এআই এখন হয়ে উঠেছে নির্ভরযোগ্য মাধ্যম। Chatgpt, Gemini, Deepseek বর্তমান সময়ে সার্চ ইঞ্জিনের নতুন ধারণা প্রদান করছে। একসময়, সাধারণ মানুষেরা কিছু খোঁজার জন্য গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহারে অভ্যস্ত ছিল। সেখানে, বর্তমান সময়ে মানুষ Chatgpt, Gemini, Deepseek এর মতো অ্যাপ ব্যবহার করে এআই এর সর্বোত্তর ব্যবহার নিশ্চিত করছে। কিন্তু Chatgpt, Gemini, Deepseek এর মতো মাধ্যম গুলো কি আমাদের একদম নির্ভূল সিদ্ধান্ত প্রদান করে থাকে ⁉ নাহ! Chatgpt, Gemini, Deepseek এর মতো প্ল্যাটফর্ম সমূহ এখনো Under developing পর্যায়ে রয়েছে। সেজন্য, সকল উত্তর নিশ্চিতরুপে Chatgpt, Gemini, Deepseek দিতে সক্ষম নাহ। এই বিষয়টি Gemini এর মতো Google বেইসড এআই প্রথমে ব্যবহারকারীকে সতর্ক করে দেয় এই অনিশ্চয়তা সম্পর্কে। উদাহরণস্বরূপ, Chat...

"ইতিহাসগ্রন্থ হতে ধর্মশিক্ষা" - ০৭

ছবি
"ইতিহাস হতে ধর্মশিক্ষা - মনুষ্যের অসম্পূর্ণতা" এই পৃথিবীতে সকল মনুষ্য অধিকার এর দৃষ্টিকোণ থেকে সমান। সকলেই পরমাত্মার সন্তান। কিন্তু এই লোকসমাজে আমরা সামর্থ্যের ক্ষেত্রে সকলকে সমকক্ষ প্রত্যক্ষ করি নাহ। কেউ বুদ্ধিমান, কেউ বলশালী তো কেউ সরলতার প্রতিমূর্তি। তবে সেজন্য কাহারো প্রতি দ্বেষ কিংবা অসম ভাবাপন্ন হওয়া উচিত নয়। কারণ, সকললর মধ্যেই বল এবং পরাক্রম রয়েছে। এই সত্যকে স্বীকার করে মহাভারতে বলা হয়েছে,  "মাবমংস্থাঃ পরান্ রাজন্নস্তি বীর্যং নরে নরে।  সমং তেজস্ত্বয়া চৈব বিশিষ্টং বা নরেশ্বর॥" - মহাভারত ২/২২/২১ অর্থাৎ, প্রত্যেক মানুষের মধ্যেই বল এবং পরাক্রম রয়েছে। কারো কিছুটা কম, কারো কিছুটা বেশি। সেজন্য কাউকে দূর্বল ভাবা উচিত নয়। সকলের মাঝে বল ও পরাক্রম রয়েছে। সঠিক মার্গ প্রদর্শনের মাধ্যমে সে বল ও পরাক্রম সম্মুখে আসে। "ইতিহাসগ্রন্থ হতে ধর্মশিক্ষা" - ০৭ 🔎 Run with #veda #krishna