✅ "সনাতন ধর্ম শাস্ত্রীয় প্রশ্নোত্তর"

🙏🕉️নমস্কার🕉️🙏 ➡️✍️সনাতন ধর্ম শাস্ত্র সমূহ মানব এবং বিশ্বের সকলকে ভাতৃত্ব ও একতা শিক্ষা দেয়। এমন কোনো বিষয় নেই যা সনাতন শাস্ত্র সমূহে আলোচনা করা হয়নি৷ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানব সন্তান কি করণীয় এবং কি বর্জনীয় তার সঠিক মার্গ প্রদর্শন করা হয়েছে শাস্ত্র সমূহে। নিম্নে কিছু সংশয়ী প্রশ্ন এবং তার যথাযথ উত্তর প্রদান করা প্রয়াস করা হলো: ➡️ সনাতন ধর্ম শাস্ত্রে ব্যাভিচার নিয়ে কি বলা হয়েছে⁉️ নারী ও পুরুষ বিবাহের মাধ্যমে গার্হস্থ্য আশ্রমে পদার্পণ করবে এবং নিজ জীবনকে পরিচালিত করবে মোক্ষ অর্জনের পথে। কিন্তু কোনো নারী বা পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাহা হবে অধর্ম। "পর্যস্তাক্ষা অপ্রচঙ্কশা অস্ত্রৈণাঃ সন্তু পণ্ডগাঃ। অব ভেষজ পাদয় য ইমাং সম্বিবৃৎসত্যপতিঃ স্বপতিং স্ত্রিয়ম্ ॥" - অথর্ববেদ ৮/৬/১৬📖🕉️ অর্থাৎ, তত্ত্বজ্ঞানীদের নিন্দুক ও ব্যভিচারী পুরুষ যেন কখনো শাসনকর্তা কিংবা আমাদের স্ত্রীদের সাথে মিলিত না হয় । হে ভয় নিবারক মানব ! যে ব্যক্তি স্বামী না হয়েও স্বামীরূপে পতিব্রতা স্ত্রীদের নিকট আসতে চায় সেই ব্যক্তিকে দণ্ডদান করে অধঃপতিত করো । "পরদারা...