পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

✅ "সনাতন ধর্ম শাস্ত্রীয় প্রশ্নোত্তর"

ছবি
🙏🕉️নমস্কার🕉️🙏  ➡️✍️সনাতন ধর্ম শাস্ত্র সমূহ মানব এবং বিশ্বের সকলকে ভাতৃত্ব ও একতা শিক্ষা দেয়। এমন কোনো বিষয় নেই যা সনাতন শাস্ত্র সমূহে আলোচনা করা হয়নি৷ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানব সন্তান কি করণীয় এবং কি বর্জনীয় তার সঠিক মার্গ প্রদর্শন করা হয়েছে শাস্ত্র সমূহে।  নিম্নে কিছু সংশয়ী প্রশ্ন এবং তার যথাযথ উত্তর প্রদান করা প্রয়াস করা হলো:  ➡️ সনাতন ধর্ম শাস্ত্রে ব্যাভিচার নিয়ে কি বলা হয়েছে⁉️  নারী ও পুরুষ বিবাহের মাধ্যমে গার্হস্থ্য আশ্রমে পদার্পণ করবে এবং নিজ জীবনকে পরিচালিত করবে মোক্ষ অর্জনের পথে। কিন্তু কোনো নারী বা পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাহা হবে অধর্ম।  "পর্যস্তাক্ষা অপ্রচঙ্কশা অস্ত্রৈণাঃ সন্তু পণ্ডগাঃ। অব ভেষজ পাদয় য ইমাং সম্বিবৃৎসত্যপতিঃ স্বপতিং স্ত্রিয়ম্ ॥" - অথর্ববেদ ৮/৬/১৬📖🕉️ অর্থাৎ, তত্ত্বজ্ঞানীদের নিন্দুক ও ব্যভিচারী পুরুষ যেন কখনো শাসনকর্তা কিংবা আমাদের স্ত্রীদের সাথে মিলিত না হয় । হে ভয় নিবারক মানব ! যে ব্যক্তি স্বামী না হয়েও স্বামীরূপে পতিব্রতা স্ত্রীদের নিকট আসতে চায় সেই ব্যক্তিকে দণ্ডদান করে অধঃপতিত করো  । "পরদারা...

▫️ আমাদের কর্মফল থেকে ভোগব্যতীত কি মুক্তি সম্ভব ❓

ছবি
🕉️নমস্কার🕉️ ➡️পরমাত্মা, জীবাত্মা ও প্রকৃতি - এই তিন সত্তা অনাদি। কিন্তু প্রকৃতি ও জীবাত্মা পরমাত্মা থেকে ভিন্ন সত্তা। কারণ পরমাত্মার বৈশিষ্ট্য অন্য দুই সত্তা থেকে তাহাকে আলাদা করে। ঈশ্বর এক সত্তা যিনি সর্বত্র বিরাজমান, নিরাকার, অনাদি, অনন্ত, সর্বেশ্বর, সর্বব্যাপক, সচ্চিদানন্দ, ন্যায়কারী, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, অজন্মা, দয়ালু, নির্বিকার, অনুপম, সর্ব অন্তর্যামী, অমর, অজর,অভয়,নিত্য, পবিত্র, সৃষ্টিকর্তা। পরমাত্মা কোনো কর্মফলের দ্বারা আবদ্ধ নন। কিন্তু জীবাত্মা এই অবস্থা থেকে মুক্ত নয়। অর্থাৎ, জীবাত্মা তাহার কৃত কর্মের জন্য বারংবার জন্ম মৃত্যু বন্ধনে আবদ্ধ।  ➡️মানুষ কর্ম করলে কর্মানুযায়ী ফল হবে এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। তাই বাংলা ভাষায় একটি বিখ্যাত প্রবাদ প্রচলিত রয়েছে, যেমন কর্ম তেমন ফল। সনাতন ধর্মের বিখ্যাত উক্ত তত্ত্বটি পাশ্চাত্যে Karma নামে অভিহিত। এই ' সংস্কৃত ' শব্দটি এতই প্রভাবশালী যে Karma শব্দটি বর্তমানে ইংরেজি অভিধানে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত।  ➡️জীবাত্মা কর্মের ক্ষেত্রে যদিও স্বাধীন, তবে কর্ম ফল কি হবে তা জীবাত্মা নির্ধারণ করতে পারে না। সেজন্য শ্রীমদ্ভগবদগীত...

✅ বেদের অমৃত সুধা!

ছবি
✅ বেদের অমৃত সুধা! ১. আমাদের বাণী মধুর হোক ও আমরা যেন মধুর বাণী শ্রবণ করি।  ✅ঋগবেদ ২/৩৯/৬. ২. হে মানব! ধৈর্য্য ধারণ করো।  ✅ঋগবেদ ২/৩১/৭. ৩. হে মানব! তুমি এই জগতে কল্যাণকারী ও সুখদায়ক বাণী বলো।  ✅ঋগবেদ ২/৪২/২. ৪. হে মানব! সত্যের পথ অনুসরণ কর।  ✅ঋগবেদ ৩/১২/৭. ৫. হে জ্ঞানী! তুমি ধর্মের আচরণ কর।  ✅ঋগবেদ ৩/১৭/৫. ৬. নিন্দা করো না।  ✅ঋগবেদ ৪/৫/২. ৭. যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়।  ✅ঋগবেদ ৫/২/৬. ৮. হে মানব! হতাশ বা নিরাশ হইয়ো না।  ✅ঋগবেদ ৭/৭৫/৭. ৯. আমাদের সন্তান অবিনাশী বেদবাণী শ্রবণ করুক।  ✅ঋগ্বেদ ৬/৫২/৯. ১০. আমরা মন দ্বারা সর্বদা উত্তম চিন্তা করবো।  ✅ঋগ্বেদ ৬/৫২/৫. ১১. সম-মনমানসিকতা সম্পন্ন দম্পতিকে কে আলাদা করতে পারে। ✅ ঋগ্বেদ ১০/৯৫/১২. ১২. এই সংসার হলো পাথরময় নদী। একে পুরুষার্থ(কর্মের) দ্বারা পার করো।  ✅ঋগ্বেদ ১০/৫৩/৮. ১৩. পবিত্র ব্যক্তির ধন সম্পদও পবিত্র হয়।  ✅ঋগ্বেদ ১/১৩২/২. ১৪. মানুষ দুষ্কর্ম্মের দ্বারা নিজের সন্তান ও ধন বিনষ্ট করে।  ✅ঋগ্বেদ ৮/৯৭/৩. ১৫. আমরা সংসার সমুদ্র থেকে পার...

✅ অপপ্রচার এর প্রত্যুত্তর ধর্মই সনাতন - সনাতনই ধর্ম

ছবি
নমস্কার 🕉️🚩  ➡️✍️ সনাতনই ধর্ম, ধর্মই সনাতন।  যা সকল মানুষকে বিভক্ত নয় বরং ভাতৃত্বের শিক্ষা প্রদান করে। সর্বদা সত্য অন্বেষণ এর জন্য অনুপ্রেরণা দেয়।  ঈশ্বর পবিত্র বেদ এর মাঝে সে সকল অমৃত জ্ঞান প্রদান করেছেন যা একজন মনুষ্যের স্বীয় কর্তব্য ও দায়িত্ব পালনে প্রয়োজনীয়। সবার আচরণ ভিন্ন কারণ তারা ভিন্ন ভিন্ন মতে বিশ্বাসী। কেউ যা উচিত বলে মান্য করে, অন্য কেউ তাকে নিষিদ্ধ ও অবৈধ বলে ঘোষণা করে। কিন্তু এমন দ্বিধা বিভক্ত, বহু মতের অমিল এমন সৃষ্টি কি ঈশ্বর কর্তৃক গৃহীত হতে পারে। নাহ! হতে পারে না। কারণ ঈশ্বর এক ও অদ্বিতীয়। তাই তার প্রণীত ধর্ম এক তার কোনো বিভেদ বা পরিবর্তন সম্ভব নয়। তা চির শাশ্বত ও সনাতন। তাই ঈশ্বর কতৃক প্রণীত ধর্ম সনাতন বা চিরন্তন।  ➡️ কিন্তু ধর্ম কি ? ধর্মের লক্ষণ সমূহ কি কি ?  আমাদের ধর্মের নামই ধর্ম। সংস্কৃত শব্দ ধৃ ধাতু হতে ধর্ম শব্দের উৎপত্তি যার অর্থ ধারণ করা। স্বয়ং ঈশ্বর যে ধর্মের প্রবর্তন করেছেন;আমরা সেই চিরন্তন ধর্মের ধারক। ধর্মের আগে কোন বিশেষ্য বা বিশেষণ এর প্রয়োজন নেই যে অমুক ধর্ম, তমুক ধর্ম। সেরূপ যেমন সত্য সত্যই, ন্যায় ন্যায়ই। এদের ...