🔸 কর্মফল🔸

🌿🌿🌿🌿🌿🙏কর্মফল🙏🌿🌿🌿🌿🌿 অথত্রিবিধদুঃখ্যাত্যন্তনিবৃত্তিরত্যন্তপুরুষার্থঃ॥" [সাংখ্য দর্শন ১/১] পদ পাঠ— "অথ । ত্রিবিধদুঃখ্যাত্যন্তনিবৃত্তিঃ । অত্যন্তপুরুষার্থ" অর্থাৎ তিন প্রকাররের দুঃখ অত্যন্তভাবে নিবৃত্তি হয়ে যাওয়া প্রাণীমাত্রের মূল উদ্দেশ্য৷ জীব ফল ভোগ করার জন্য পরতন্ত্র।অর্থাৎ কর্ম আমাদের অধীন কিন্তু ফলপ্রাপ্তি ঈশ্বরাধীন।নিজস্ব সামর্থের অনুকূল কর্ম করতে জীব সতন্ত্র কিন্ত যখন সে পাপ করে থাকে তখন ঈশ্বরের ব্যবস্থাতে পরাধীন হয়ে পাপের ফলকে ভোগ করে।মানুষ কর্ম করলে সেই ফল কিভাবে পাবে?একটি কর্মের ফল অপর কর্মের ফলকে বাঁধা দিয়ে নীট ফলাফল শূন্য করে কি না এধরণের প্রশ্ন সর্বদা আমাদের মনে উদয় হয়।কর্মফল বিষয়ক উপর্যুক্ত প্রশ্ন গুলোর বিষয়ে মহর্ষি জৈমিনি তাঁর বিখ্যাত দর্শন গ্রন্থ মীমাংসা দর্শনে বলেছেন– 🌿"নিয়মো বা তন্নিমিত্তত্বাৎ কর্তুস্তৎকারণং স্যাৎ॥" [মীমাংসা দর্শন ৬/২/১৫] সরলার্থ— জীবের ভোগ (ফল) পূর্ব কর্ম অনুসারে প্রাপ্ত হয়।কিন্তু জীব কর্ম করায় স্বতন্ত্র হয়ে থাকে।এরূপ নিয়ম অর্থাৎ ব্যবস্থা রয়েছে।বর্তমানে ক্রিয়ামান কর্ম পূর্ব কর্ম ভোগ করার নিমিত্তে হতে পার...