🔸সনাতন শাস্ত্রে ধর্ষণের শাস্তির বিধান:-

🙏🌿 নমস্কার 🌿🙏 🌿✍️ মানব সমাজ আজ সভ্যতার চরম শিখরে অবস্থান করছে। বর্বর যুগ অতিবাহিত করে আজ আমরা নিজেদের সভ্য বলে সম্মোধন করে থাকি। কিন্তু আমরা সভ্যতাকে গ্রহণ করলেও কিছু অসভ্যতা আমাদের সমাজে আজও বিদ্যমান। নারীর প্রতি অবজ্ঞা, অবহেলা ও নির্যাতন অন্যতম বর্বর এবং ক্ষমার অযোগ্য অপরাধ । কিন্তু সনাতন শাস্ত্র মতে নারীর মর্যাদা সর্বোত্তম। নারী সমাজের অলংকার স্বরুপ ও শোভাবর্ধনকারী। 🌿 সনাতন শাস্ত্রে নারীর মর্যাদা:- "য়ত্র নার্য়্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। য়ত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ"।। - মনুস্মৃতি ৩/৫৬ 📖 অর্থাৎ, যেখানে নারীদের যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়, সে সমাজ দিব্য গুণ তথা দিব্য ভোগ (উত্তরোত্তর সমৃদ্ধি) লাভ করে। যে সমাজে নারীদের যোগ্য সম্মান করে না, তারা যতই মহৎ কর্ম করুক না কেন, তার সবই নিষ্ফল হয়ে যায়। "কেতুরহং মূর্ধাহমুগ্রা বিবাচনী, মমেদনু ক্রতুং পতিঃ সেহানায়া " - ঋগ্বেদ- ১০/১৫৯/২ 📖 অর্থাৎ, নারী জ্ঞানবতী, গৃহে মূখ্য স্থানীয়া ধৈর্য্য শালিনী, বক্তৃতাকারিনী ও শত্রুনাশিনী। "পুরুষেভ্যো গোভ্যো অশ্বেভ্যঃ ...