সংশয় || Qualms || বৈদিক প্রশ্নোত্তর || Beauty of veda || Vedas
সংশয় || Qualms || বৈদিক প্রশ্নোত্তর || Beauty of veda || Vedas 🙏🕉️ নমস্কার 🕉️🙏 ➡️ ভোরের আলোয় যেমন সকল অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়ে উঠে তেমনি মনুষ্য তাহার জীবনে সনাতন ধর্মের আলোয় নিজেকে আলোকিত করে। এটা সত্য! মানুষ নাস্তিকতা বা ঈশ্বরের প্রতি বিশ্বাসহীন হয়ে বেঁচে থাকতে পারে এবং প্রগতি লাভ করতে পারে কিন্তু একজন ধার্মিক এর জীবন ততটাই সুশৃঙ্খল ও শ্রেষ্ঠত্ব পূর্ণ হয়ে উঠে যতটা একজন পথচারীর হাতে আলোর মশাল থাকলে তাহার চলার পথ সুগম হয়ে উঠে। রাত্রিকালীন সময়ে উভয় পথচারী গন্তব্যে পৌঁছতে ইচ্ছুক হলেও যাহার হাতে আলোর মশাল থাকে সে পথে হোঁচট না খেয়ে, সঠিক পথ অবলম্বন করে গন্তব্যে পৌঁছাতে পারে কিন্তু মশাল বিহীন ব্যক্তি তা পারে কি? সনাতন ধর্ম আমাদের জীবনে সে মশাল স্বরূপ যার আলোক জৌতি হলো পবিত্র বেদ ও বৈদিক শাস্ত্র সমূহের জ্ঞান এবং আমাদের লক্ষ্য বা গন্তব্য হলো মোক্ষ। ➡️ নিজেকে অন্ধকারে নিমজ্জিত রাখার মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নেই বরং নিজের মনে উত্থিত হওয়া প্রশ্ন বা সংশয় নিবারণ করার মাধ্যমে ব্যক্তি হতে পারে শ্রেষ্ঠ। জ্ঞানই সেই সকল সংশয় নিবারণ করতে পারে। একজন আদর্শহীন,মূল্যবোধহীন...