Big Bang Theory - মহাবিস্ফোরণ/সৃষ্টিতত্ত্ব:
Big Bang Theory - মহাবিস্ফোরণ/সৃষ্টিতত্ত্ব: এ জগৎ বহু রহস্যে আবৃত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জগৎ এর সকল অত্যাশ্চর্য আমাদের বিস্মিত করে এবং কৌতূহলী করে তোলে। সে কৌতূহল এর মধ্যে এ মহাবিশ্বের সৃষ্টির ধারণা আমাদের মাঝে সবচেয়ে বেশি আগ্রহ ও সংশয়ের জন্ম দেয়। কিছু শতাব্দী পূর্বেও মানুষ বিশ্বাস করতো যে এই বিশাল ব্রহ্মান্ড Static বা স্থির কিন্তু এরুপ ধারণা এখন আর প্রযোজ্য নয়। কারণ, আমাদের সকলের নিকট এখন এই তত্ত্ব পরিষ্কার যে মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে আলোর চেয়েও দ্রুত গতিতে। এই সম্প্রসারণ শুরু হয়েছিল সেই মহাবিস্ফোরণের মাধ্যমে। যা বিগব্যাং তত্ত্ব নামে পরিচিত। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং নামক এক মহাজাগতিক বিষ্ফোড়নের মাধ্যমে যেটা ১০ থেকে ২০ বিলিয়ন বছর পূর্বে শুরু হয়েছিল। সৃষ্টির শুরুতে মহাবিশ্ব ছিল একটি গরম আগুনের গোলার মত। মহাবিষ্ফোড়নের প্রথম সেকেন্ড থেকেই মাধ্যাকর্ষণ সৃষ্টি হয়। মহাবিশ্ব তখন খুব দ্রুতই সম্প্রসারিত হতে লাগলো । চারিদিকে অতিপারমানবিক কণা গুলো ছড়িয়ে পড়ছিল যারা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। এ সময় প্রোটন, ইলেক্ট্রন এবং নিউট্রনের সৃষ্টি হয়। ডাজ...