অযোধ্যা নগরী পর্ব :-২
রামায়ণ ⚡ ▪️অযোধ্যা নগরী পর্ব :-২ সামন্তরাজসঙ্ঘৈশ্চ বলিকর্মভিরাবৃতাম্ ( রাজস্বদানে কর্মরত সামন্তরাজাগণে পরিবৃত ছিল এই অযোধ্যা নগরী) নানাদেশনিবাসৈশ্চ বনিগভিরুপশোভিতাম্ (বিভিন্ন দেশের বনিকগণ দ্বারা সমাবৃত) - (বাল্মীকি রামায়ণ, আদিকান্ড, সর্গ ৫ শ্লোক ১৪) পর্বতসদৃশ প্রাসাদসমূহ সুশোভিত রত্ন দ্বারা সুশোভিত ছিল। (প্রাসাদৈরত্নবিকৃতৈঃ পর্বতৈরিব শোভিতাম্ - ৫.১৫) চিত্রামষ্টাপদাকারাং বরনারীগণাযুতাম্। সর্বরত্নসমাকীর্ণাং বিমানগৃহশোভিতাম্।। (বাল্মীকি রামায়ণ, আদিকান্ড, সর্গ ৫ শ্লোক ১৬) - বিচিত্র শোভাসম্পন্ন, শ্রেষ্ঠ সুন্দরী নারীগণদ্বারা সমাবৃত, সর্বপ্রকার রত্নে পরিপূর্ণ, স্বর্ণবর্ণবিশিষ্ট সপ্ততল প্রাসাদসমূহে সুশোভিত। সমভূমিতে অবস্থিত পরস্পর গাঢ় সন্নিবিষ্ট অট্টালিকাদ্বারা সমাবৃত (গৃহগাঢ়ামবিচ্ছিদ্রাং সমভূমৌ নিবেশিতাম্) শালিতণ্ডুলসম্পূর্ণাম (শালি ধানের চাউলে সমৃদ্ধ) ইক্ষুকাণ্ডরসোদকাম্ (ইক্ষুরসের ন্যায় সুমিষ্ট পানীয় জলে পূর্ণ ছিল এই অযোধ্যা নগরী -৫.১৭) দুন্দুভীভির্মৃদঙ্গৈশ্চ বীণাভিঃ পণবৈস্তথাঃ। নাদিতাং ভৃশমত্যর্থং পৃথিব্যাং তামনুত্তমাম্। (বাল্মীকি রামায়ণ, আদিকান্ড, সর্গ ৫ শ্লোক ১৮) ...