বিশ্ব মা দিবসে সকল "মা" দের শুভেচ্ছা। 🍂

বিশ্ব মা দিবসে সকল "মা" দের শুভেচ্ছা। • “মা” একটি সুমিষ্ট শব্দ। এই শব্দের গভীরতা যে কত, তা সবাই জানেন। • "মা"কে নিয়ে একটি কবিতাঃ "একট রং একটা তুলি রাঙাবো আজ স্বপ্নগুলি,,,, জাগে রাত জাগে তারা ভাবনাগুলি বাধন হারা !!!! কখনো রাগ কখনো হাসি তারপরও তোমায় ভালোবাসি,,,, • "দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়..!! 🍂মহাভারতের মাকে নিয়ে বলা হয়েছে মাতার সমান কোন রক্ষক নেইঃ মহাভারতঃ ‘নাস্তি মাতৃসমা ছায়া, নাস্তি মাতৃসমা গতিঃ। নাস্তি মাতৃসমং ত্রাণ, নাস্তি মাতৃসমা প্রিয়া॥’ [মহাভারত- শান্তি পর্ব, অধ্যায় ২০৬,শ্লোক ৩১] (অর্থাত, মাতার সমান কোন ছায়া নেই, মাতার সমান কোন আশ্রয় নেই। মাতার সমান কোন রক্ষক নেই এবং মাতার সমান কোন প্রিয় জিনিস হয় না।) মহাভারতঃ সমর্থ বাসমর্থ বা কৃশং বাপ্যকৃশং তথা, রক্ষত্যে সুতং মাতা নান্য পোষ্ট বিধানতঃ (মহাভারত শান্তপর্ব ২৬৬/২৯) (সন্তান সমর্থ হোক বা অসমর্থ হোক, দূর্বল হোক বা সফল হোক,মাতাই তাকে রক্ষা করেন। মা ছাড়া কেউ তাকে যথাযথভাবে পালন পোষণ করতে পারে না।) • বেদে "মা" কে ঈশ্...