উত্তম শাসক

নমস্কার "A prince should combine both the qualities of a fox and a lion" - Machiavelli অনুবাদ: শাসককে হতে হবে শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো বলবান। 📑✍️পৃথিবীতে আজ বহু দেশ নামক রাষ্ট্র ব্যবস্থায় বিভক্ত। কোথায় রাজতন্ত্র আবার কোথায়ও বা গণতন্ত্র। কিন্তু প্রত্যেক রাষ্ট্রের সরকার ব্যবস্থায় একজন শাসক রয়েছেন। তার দক্ষতা, গুণাবলি এর প্রভাবে একটি রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হয়ে উঠে। অর্থাৎ, একটি উত্তম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একজন উত্তম সরকার বা শাসক। কিন্তু কি কি গুণাবলি একজন শাসকের হওয়া উচিত? বিভিন্ন দার্শনিক, রাজনীতিবিদ বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। যেমন, বিখ্যাত গ্রীক দার্শনিক প্লেটো একজন দার্শনিক রাজার স্বপ্ন দেখেছেন। কিন্তু প্রত্যেক মতবাদ হয়েছে সমালোচনার মুখোমুখি। কিন্তু পবিত্র বেদ অনুসারে একজন শাসকের প্রতি যেসব উপদেশ পরমাত্মা দিয়েছেন তা নিম্নে আলোচনা করা হলো: 📑✍️শাসক কখনো স্বৈরাচারী হতে পারে না কারণ শাসক প্রজাকতৃক নির্বাচিত হয়ে থাকে। তাই শাসককে হতে জনগণের সেবক বা নেতা। যার নির্দেশ পবিত্র বেদ এ রয়েছে। 🍂শাসক নির্বাচন: "আ ত্বাহার্ষমন্তরে...