▪️সনাতন ধর্ম ও সাম্যবাদ 🌱

সাম্যবাদ হচ্ছে সনাতন ধর্মের অন্যতম সৌন্দর্য। এখন এই সাম্যবাদের মধ্যে অনেক কিছুই আসে যেমন সকল বর্ণে সমানতা, নারী-পুরুষ সমানতা, সকল জীবে সমানতা ইত্যাদি । ভেদাভেদ দূর করে সকলের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনের নির্দেশক হিসেবে ঈশ্বরের প্রদত্ত জ্ঞান বেদে এর তুলনা হয় না। নিচে বৈদিক মন্ত্র ও বেদ বহির্ভূত কিছু শ্লোক দ্বারা সনাতন ধর্ম ও সাম্যবাদ নিয়ে আলোচনা করা হলো। ------------সনাতন ধর্মে বর্ণবাদের সত্যতা---------- _______________________________________ বর্তমান সমাজের অনেকেই বর্ণবাদের অপব্যাখ্যা দিয়ে সনাতন ধর্মকে নিচু করে থাকেন। এখনো পর্যন্ত অনেক সনাতনীই আছেন যাদের বর্ণপ্রথা সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব রয়েছে। তাদের ধারনা বর্ণ নির্ধারিত হয় জন্মসূত্রে। ভগবান কি এতটাই নিষ্ঠুর যে তিনি কাউকে জন্মগতভাবেই কাউকে সম্মানিত করবেন আবার কাউকে লাঞ্ছিত....?? নাহ!!! কখনোই না। সনাতন ধর্মে বর্ণ জন্ম সূত্রে নয় কর্ম সূত্রে নির্ধারন করার বিধান দেওয়া হয়েছে। বর্ণবাদ সম্পর্কে যজুর্বেদে বলা হয়েছেঃ- 🏵️ ব্রাহ্মণাস্যে মুখমাসীদ্ধাহু রাজন্যঃ কৃতঃ উরূ তদস্য যদ্বৈশ্য পভ্যাং শূদ্রোজায়তঃ 🏵️ 🌸 =[যজ...